Header Ads Widget

হিজরি মুহাররাম মাসের ফজিলত ও আমল।


হিজরি মুহাররাম মাসের ফজিলত ও আমল।
মুহররম মাসের ফজিলত 


হিজরি মুহাররাম মাসের ফজিলত ও আমল।

----------------------------------------

★ আলহামদুলিল্লাহ! আজ হিজরি নতুন বর্ষের প্রথম তারিখ। অর্থাৎ পবিত্র মুহাররাম মাসের ০১ তারিখ। হিজরি ১২টি মাসের মধ্যে মহান আল্লাহ তা'য়ালার কাছে সবচেয়ে প্রিয় মাস গুলোর মধ্যে "মুহাররাম" মাস অন্যতম। যেমন- রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন-


★ আবূ বাকরাহ (রাঃ) থেকে বর্ণিত:-


নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেন, আল্লাহ যে দিন আসমান ও যমীন সৃষ্টি করেছেন, সে দিন হতে সময় যেভাবে আবর্তিত হচ্ছিল আজও তা সেভাবে আবর্তিত হচ্ছে। বারো মাসে এক বছর। এর মধ্যে চারটি মাস সম্মানিত। যুল-কা’দাহ, যূল-হিজ্জাহ ও মুহাররাম। তিনটি মাস পরস্পর রয়েছে। আর একটি মাস হলো রজব-ই-মুযারা, যা জুমাদা ও শা’বান মাসের মাঝে অবস্থিত।


     (সহিহ বুখারী:-  ৩১৯৭)


★ এই মাসের মধ্যে আরো একটি পবিত্রতম ও বরকতময় দিন হলো 'আশুরা' অর্থাৎ ১০ই মুহাররাম। এই দিনে রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) রোযা পালন করতেন। তিনি বলেছেন,



★ আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত:-


তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন:- রামাদ্বান  মাসের রোযার পর সর্বোৎকৃষ্ট রোযা হলো আল্লাহ তা’আলার মাস মুহাররামের রোযা। ফরয নামাযের পর সর্বোৎকৃষ্ট নামায হলো রাতের (তাহাজ্জুদের) নামায।


(ইবনু মাজাহ-(১৭৪২)

(জামে আত-তিরমিজি:- ৪৩৮)


★ আয়িশা (রাঃ) থেকে বর্ণিত:-


তিনি বলেন, জাহিলী যুগে আশুরার দিন কুরাইশগণ ও নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) সাওম পালন করতেন। যখন হিজরত করে মদীনায় আগমন করলেন, তখন তিনি নিজেও আশুরার সাওম পালন করতেন এবং অন্যকেও তা পালনের নির্দেশ দিতেন। যখন রমাযানের সাওম ফরয করা হল তখন যার ইচ্ছা (আশুরা) সওম করতেন আর যার ইচ্ছা করতেন না।

  (সহিহ বুখারী:- ৩৮৩১)


★ আশুরা'র দিন আসলে রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) দুইটি রোযা রাখতে বলেছেন, একটি হলো ০৯ তারিখ, অপরটি ১০ তারিখ বা ০৯ তারিখ না রাখতে পারলে ১১ তারিখ। কারণ ইহুদীরা শুধু মাত্র একটি রোযা পালন করতো। ইহুদীদের সাদৃশ্য না হওয়ার জন্য তিনি দুইটি রোযা পালন করতে নির্দেশ দিয়েছেন।


★ মহান আল্লাহ তা'য়ালা আমাদের সবাইকে পবিত্র মুহাররাম মাসের গুরুত্ব ও আমল করার তৌফিক দান করুন। 


রচনায়:-

ক্বারী মাহফুজ নাঈম

ফাজিল (অনার্স)

দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ।

সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা, সিলেট।

Post a Comment

0 Comments